উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে থাকলো রিয়াল।


এই হ্যাটট্রিকের পর চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৮ ম্যাচে তার গোল সংখ্যা ১১। লা লিগাসহ এই মৌসুমে ৩৬ ম্যাচে ৩৭ গোল। চেলসির বিপক্ষে হ্যাটট্রিকের পর যাকে নিয়ে এত প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে, সেই বেনজেমা ম্যাচের পর কী বলেছেন?

‘এগুলো খুবই গুরুত্বপূর্ণ গোল। আমি তৃতীয় গোল করতে পেরে সবচেয়ে খুশি। কারণ প্রথমার্ধে একটি মিস করেছি এবং সেই সুযোগটি নিয়ে ভাবছিলাম। কারণ গোল করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি আরেকটি (সুযোগ) পেয়েছি এবং ভীষণ আনন্দিত।’