ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়িসহ ঘরের সম্পুর্ণ মালামাল।
ঘটনাটি ঘটেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদি গ্রামে। জানাযায়, গত (১৯ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুল হাকিম ফকিরের পুত্র মিজান ফকিরের বসতবাড়িটি সম্পুর্ণ আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনাটি গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষের লোকজন ঘটিয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। ঘটনার খবরে নগরকান্দা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ মিজান ফকিরের পুত্র রিমন ফকির জানান, গত (১৭ এপ্রিল) পূর্ব শত্রুতার জেরে আমাদের গ্রাম্য প্রতিপক্ষ মাসুদ মাতুব্বরের লোকজন আমার একচালা পাটকাঠির একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার একটি অটো ভ্যান ও একটি মটর সাইকেল পুড়ে যায়। পরে আমাদের পক্ষের লোক হান্নান ফকির বাদি হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে পুনরায় আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয় তারা।
এ ব্যাপারে মাসুদ মাতুব্বর বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতেই তারা নিজের ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে গভীর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের ঘটনাটি গ্রাম্য দলাদলির জেরে প্রতিপক্ষের লোকজন ঘটিয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। ঘটনার খবরে নগরকান্দা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ মিজান ফকিরের পুত্র রিমন ফকির জানান, গত (১৭ এপ্রিল) পূর্ব শত্রুতার জেরে আমাদের গ্রাম্য প্রতিপক্ষ মাসুদ মাতুব্বরের লোকজন আমার একচালা পাটকাঠির একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আমার একটি অটো ভ্যান ও একটি মটর সাইকেল পুড়ে যায়। পরে আমাদের পক্ষের লোক হান্নান ফকির বাদি হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে পুনরায় আমার বসত ঘরে আগুন ধরিয়ে দেয় তারা।
এ ব্যাপারে মাসুদ মাতুব্বর বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতেই তারা নিজের ঘরে নিজেরা আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট ঘটনা।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় অভিযোগ পেলে গভীর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।