রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলার আপিলের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রসঙ্গত, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে অধ্যাপক তাহের বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরে ৩ ফেব্রুয়ারি সকালে নিজ বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০০৭ সালে এ মামলার রায় হয়। কিন্তু পরে আসামিরা আপিল করলে তাদের সাজা কমে যায়। পরে ২০১৩ সালের একটি রায়ে তাহের আহমেদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করা হয়, বাকি দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।