▌সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছেন বহুবার। এবার শোনা যাচ্ছে, নতুন প্রেমে মজেছেন হিরো আলম। তার নতুন প্রেমিকা রিয়া মণি। আপাতত জুটি বেঁধে সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন তারা।
সপ্তাহ খানেক আগে হিরো আলমের দ্বিতীয় বিয়ে ভাঙার খবর চাউর হয়। ওপারের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, একাধিক নারীসঙ্গের কারণে নাকি ভাঙতে বসেছে হিরো আলমের দ্বিতীয় বিয়ে। বিয়ের তিন বছরের মাথায় তাঁকে তালাকের নোটিস পাঠিয়েছেন দ্বিতীয় স্ত্রী নুসরত । যদিও একথা অস্বীকার করেছেন হিরো আলম। জানিয়েছেন, তিনি এখনও পর্যন্ত এই ধরনের কোনও নোটিস পাননি। তবে নুসরতের দাবি, তিনি সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু হিরো আলম নারীর নেশায় আচ্ছন্ন! বিষয়টি তিনি আর মানতে পারছেন না।█