সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।

শুক্রবার (১৩ মে) তিনি মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয়। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।

খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে প্রেসিডেন্টের পাশাপাশি আবু ধাবির শাসকের ভূমিকা পালন করছিলেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় প্রেসিডেন্ট।

এদিকে, প্রবীণ এই শাসকের মৃত্যুর পর দেশটির সংবিধান অনুসারে ভাইস–প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।