১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। পৃথিবীর প্রায় সব দেশেই শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বিজয়ের এক দিবস হিসেবে দিনটি উদযাপিত হয়। আমাদের দেশেও কখনো আন্দোলন, কখনো উৎসবের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কিন্তু মে দিবস চলে যাওয়ার পরই শ্রমিকরা তাদের পূর্বতন অবস্থায় চলে যায়, বছর যায় বছর ঘুরে, দিবসটি উদযাপিত হয় কিন্তু শ্রমিকরা থেকে যায় তাদের প্রবঞ্চনাময় অতীতের ইতিহাসে।
প্রতি বছর বাংলাদেশেও মে দিবসটি পালিত হয়। নানা আয়োজনে দিনটি পালন করে থাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কোভিড-১৯ মহামারির কারণে গত দুই বছর কোনো ধরনের আনুষ্ঠানিকতা না থাকলেও এবার দিবসটি পালন করার উদ্যোগ নেয়া হয়েছে। বেসরকারিভাবেও নেয়া হয়েছে নান উদ্যোগ। করা হবে সভা-সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই দিনে বাংলাদেশে প্রতি বছরই ছুটি থাকে। এবার মে দিবসের ছুটি ও ঈদের ছুটি একসাথে পড়েছে।
বাংলাদেশে এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা।’ দিবসটি নিয়ে আলাদা আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।