▌অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী জুনেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন কর্তৃপক্ষ। এখন চলছে সেতুর নামফলক, ম্যুরালসহ রাস্তার মার্কিং করার কাজ।
মাওয়া ও জাজিরা প্রান্তে ৪০ ফুট উচ্চতার দু’টি ম্যুরাল নির্মিত হচ্ছে। দু’টি ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে।
অন্যদিকে, সেতু বিভাগ থেকে পদ্মা সেতুতে যানবাহন চলাচলের জন্য টোল চূড়ান্ত করা হয়েছে। মোটরসাইকেল পারাপারে টোল দিতে হবে ১০০ টাকা (বর্তমানে ফেরিতে ৭০টাকা), কার ওজিপের টোল দিতে হবে ৭৫০ টাকা (ফেরিতে যা বর্তমানে ৫০০ টাকা), পিকআপ পারাপারে টোল দিতে হবে ১২০০ টাকা (বর্তমানে ফেরিতে ৮০০ টাকা), মাইক্রোবাস পারাপারে টোল দিতে হবে ১৩০০ টাকা (বর্তমানে ফেরিতে ৮৬০ টাকা), ছোট বাস পারাপারে টোল দিতে হবে ১৪০০ টাকা (বর্তমানে ফেরিতে ৯৫০ টাকা), মাঝারি বাস পার হতে টোল দিতে হবে ২০০০ টাকা (বর্তমানে ফেরিতে ১৩৫০ টাকা), বড় বাসের টোল দিতে হবে ২ হাজার ৪০০ টাকা (ফেরিতে যা এখন ১৫৮০ টাকা), ছোট ট্রাকের টোল দিতে হবে (৫টন পর্যন্ত) ১৬০০ টাকা (বর্তমানে ফেরিতে ১০৮০ টাকা), মাঝারি ট্রাকের টোল দিতে হবে ২১০০ টাকা (ফেরিতে বর্তমানে ১৪০০টাকা),মাঝারি ট্রাক (৮-১১ টন টোল দিতে হবে ২৮০০ টাকা (বর্তমানে ফেরিতে ১৮৫০ টাকা) আর ট্রাক ( ৩ এক্সেল পর্যন্ত) টোল দিতে হবে সাড়ে ৫ হাজার টাকা (বর্তমানে ফেরিতে ৩৯৪০ টাকা।
পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩.৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯.৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর পর একে একে ৪২টি পিলারে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যান বসিয়ে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে ২০২০ সালের ১০ ডিসেম্বর। █