ঢাকার ধারণক্ষমতা সব সীমাবদ্ধতা ছাড়িয়েছে। প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন নগরবাসী। এ অবস্থায় রাত আটটার পর শপিংমল, মার্কেট ও দোকান খোলা না রাখার পক্ষে মত দিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ ব্যাপারে শিগগির উদ্যোগ নেয়া হবে জানান তিনি।

মেয়র বলছেন, এর ফলে রাজধানীতে শৃঙ্খলা ফিরবে। যানজট কমার পাশাপাশি ব্যবসায়ীরা পরিবারকে দেওয়ার মতো সময়ও হাতে পাবেন। তবে খাবারের দোকান ও ওষুধের মতো জরুরি পরিষেবা এর আওতায় থাকবে না।

দায়িত্বভার গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র তাপস।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য বড় শহরে দোকানপাট, শপিং মল রাত ৮টা থেকে ৯টার মধ্যে কার্যক্রম শেষ করে। ঢাকার শৃঙ্খলা ফেরাতে আমাদেরও এই উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, রাত ৮টায় দোকানপাট বন্ধ করলে যানজট নিয়ন্ত্রণে আসবে। এ ছাড়া পরিবারকে আরও বেশি সময় দেওয়া যাবে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে।

রাত ৮টার পর দোকান বন্ধ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মেয়র বলেন, দুর্নীতিমুক্তির দিক থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) হবে ১ নম্বর প্রতিষ্ঠান। ডিএসসিসির অগ্রযাত্রাকে কেউ দাবায় রাখতে পারবে না।

তিনি বলেন, আগে জলাবদ্ধতা নিরসনে এক ঘণ্টা সময় লাগলেও এ বছর আধা ঘণ্টার মধ্যে পানি নিষ্কাশন হয়ে যাবে। জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।