একটি আবাসিক হোটেল থেকে প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্বামী।এতে ক্ষিপ্ত হয়ে স্বামীকে মারধর করেন ওই নারী। এ ঘটনায় প্রেমিকসহ ওই নারীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ( ২৪ মে ) দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশল থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সারোয়ার করিম ছোটন (৩৫) ও মাদারীপুরের কালকিনি উপজেলার রঘুনন্দী গ্রামের মৃত জাবেদ আলী সরকারের মেয়ে তানজিন মহাযান বিথী (৩৪)।