সুপ্রিম কোর্ট চত্বরে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, তৈমুরের গাড়ি ভাঙচুর
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২
▌ছাত্রলীগ-ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ছাত্রদল কর্মীকে রক্তাক্তের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের গাড়ি।
সংঘর্ষের ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে আগামী রোববার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নাহিদ চৌধুরী নামের ওই ছাত্রদল কর্মীকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মেরে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে তাকে এখান থেকে হাসপাতালে নেয়া হয়। এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের মধ্যেই হামলার শিকার হন লিখন চৌধুরী নামের আরেক ছাত্রদল কর্মী।