সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। নগরীর বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে রয়েছে বন্যাকবলিত মানুষেরা। বাড়িতে খাবার কিংবা বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

উজানের ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের নদ-নদীগুলোতে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি, ভারি বৃষ্টিপাত কম থাকায় গেলো ২ দিনে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলার দোয়ারাবাজার ও ছাতকের অর্ধশত গ্রামের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দি মানুষের মাঝে এখনো ব্যাপকভাবে শুকনো খাবার পৌঁছে দিতে পারেনি প্রশাসন। ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে পানি বৃদ্ধির শঙ্কাও কাটেনি। তাহিরপুর, বিশ্বম্ভপুর ও জেলা সদরের বেশ কিছু এলাকায় এখনো পানি আটকে আছে।