▌দোকানে তেলের তাক খালি হলেও ব্যবসায়ী বা সুযোগ সন্ধানীদের গোডাউন ভোজ্যতেলে ঠাসা। গতকাল দেশের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে এমন পরিস্থিতিই দেখা গেছে। এক দিনের অভিযানে উদ্ধার হয়েছে এক লাখ ২০ হাজার লিটারের বেশি তেল।
মঙ্গলবার (১০ মে) বিকেলে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বানেশ্বরের ‘সরকার অ্যান্ড সন্স’র মালিক বিকাশ সাহার গুদাম থেকে ১৫ হাজার ৯৬ লিটার, এন্তাজ হাজির গুদাম থেকে ২৮ হাজার ৯৬৮ লিটার, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক কৈলেন পালের গুদাম থেকে ২১ হাজার ১২ লিটার, রিয়া স্টোরের মালিক রাজিব সাহার গুদাম থেকে ১৫ হাজার ৩০০ লিটার এবং একটি ট্রাক থেকে ১২ হাজার ২৪০ লিটারসহ মোট ১ লাখ লিটার তেল উদ্ধার করা হয়েছে।█