▌দেশের দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক। মঙ্গলবার (৭ জুন) রাতে তিনি এ তথ্য জানান।
সাতক্ষীরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১২০ মিলিমিটার। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।