চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। নগরীর আকবর শাহ এলাকার ১ নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- শাহীনুর আক্তার (২৬), মাইনুর আক্তার (২৪), লিটন (২৪) ও ইমন (১৪)।

আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন জানান, শনিবার (১৮ জুন) রাত ১টার দিক বরিশাল ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠা বসত ঘরের উপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাটির নিচ থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক দুই বোন শাহীনুর ও মাইনুরকে মৃত ঘোষণা করেন।