▌দিনাজপুরের ফুলবাড়ী উপেজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলো—ফুলবাড়ীর শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ (১৭) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে মো. সবুজ (২৪)। এ ছাড়া আহত ব্যক্তির নাম মো. খালিদ (১৮)। তিনি উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।