ফরিদপুরে কোরবানিতে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনলাইনে বিক্রির তালিকার সব চেয়ে বড় ষাঁড়টির নাম সম্রাট।
ফরিদপুরে সম্রাট নামের ৩৮ মণ ওজনের একটি বৃহৎ আকারের গরু পালন করেছেন ফরিদপুর সদর উপজেলার বিল মাহমুদপুর গ্রামের খামারি রফিকুল ইসলাম সবুজ। তার ফার্মের যত গরু আছে, তার মধ্যে সবচেয়ে বড় গরুর নাম সম্রাট।
খামারি রফিকুল ইসলাম সবুজ জানান, একটি ব্রাহামা জাতের ষাঁড়ের থেকে বাচ্চা হয়। এরপর থেকে তিনি গরুটিকে কাঁচা ঘাসের পাশাপাশি খৈল, ভুসিসহ আপেল, কলা ও বিভিন্ন ধরনের গোখাদ্য খাইয়ে বড় করেছেন। আকারে বড় এবং আচরণে খানদানি হওয়ায় খামারি গরুটির নাম রেখেছেন সম্রাট।