সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ বেড়েছে বানভাসিদের। একেই সঙ্গে ঘরবাড়িতে পানি থাকায় পানির সঙ্গে বসবাস করছেন লাখো মানুষ।

আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। পচা ও দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকায়। জেলা সদর হাসপাতাল উপজেলা হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।

বন্যাকবলিত এলাকায় চিকিৎসক সেবায় দিয়ে যাচ্ছে সেনাবাহিনীর স্বাস্থ্য টিম ও স্বাস্থ্য বিভাগ।

দক্ষিণ সুনামগঞ্জের বীরগাঁও গ্রামের বাসিন্দা বেলাল হোসেন বলেন, বন্যায় আমার ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমি কি করব জানি না। সরকার সহযোগিতা না করলে, পরিবার নিয়ে বাঁচাতে পারবো না।