বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আজ সোমবার (২০ জুন) থেকে রাত ৮টার পর দোকান, বিপণি-বিতান, মার্কেট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ক প্রধানমন্ত্রীর জারিকৃত নির্দেশনা কার্যকর হচ্ছে আজ থেকেই।

বন্ধ থাকবে দোকান, মার্কেট, শপিংমল। তবে খোলা থাকবে হোটেল, ফার্মেসি, পেট্রোল পাম্পসহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সারা দেশে রাত ৮টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৬-এর ১১৪ ধারার বিধান কঠোরভাবে প্রতিপালন করতে বৃহস্পতিবার (১৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়। এদিকে, নির্দেশনা অমান্য হলে আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ডসহ জরিমানার কথা উল্লেখ করেন শ্রম সচিব মো. এহছানে এলাহী।