পদ্মা সেতুর উদ্বোধন হবে আর কিছুক্ষণ বাদেই। বহুকাঙ্ক্ষিত সেই সেতুর উদ্বোধন করতে সেতুর মাওয়া প্রান্তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন।

শেখ হাসিনা পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত জানানোর পর বাংলাদেশের মানুষ যেভাবে পাশে দাঁড়িয়েছে, সে কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাই।’

তিনি বলেন, ‘এ সেতু বাংলাদেশের জনগণের। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সব অন্ধকার ভেদ করে আলোর পথ বের করেছি। কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। কেউ আমাদের দাবায়ে রাখতে পারেনি। জাতির পিতা কখনও মাথা নত করেনি। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি।