নারায়ণগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এনি বেগম (২৪) নামে এক প্রসূতি। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তিন সন্তানের নামকরণ করা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু নামে। ইতিমধ্যে এ নামকরণের বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার গৃহবধূ সায়মা আক্তার এ্যানি। স্বামী আশরাফুল ইসলাম ব্যবসায়ী। স্ত্রীর গর্ভে সন্তান আসার পর থেকেই আনোয়ার খান মডার্ন হাসপাতালের গাইনী চিকিৎসক ডাক্তার বেনজীর হক পান্নার তত্ত্বাবধায়নে ছিলেন। আলট্রাসোনোগ্রামেই ধরা পড়ে গর্ভে তিন সন্তান। এ কারণে বিশেষ যত্ন শুরু করেন ডাক্তার।