রাজধানীর একটি হোটেলের বলরুমে উপস্থিত হয়ে নায়িকা বলেছেন, ‘এটা একটি সমসাময়িক সিনেমার গল্প। যাঁরা ভালোবেসেছেন, কিংবা যাঁরা জীবনে ব্যর্থ হয়েছেন, সফল হয়েছেন; তাঁদের সবার জন্য এই সিনেমাটি। এ ছাড়া যাঁরা মিউজিক ভালোবাসেন, তাঁদের কাছে ছবিটি খুব ভালো লাগবে।’
বুবলী যে সিনেমার কথা বলেছেন, সেটি প্রেমিক-নেশাগ্রস্ত একজন রকস্টারের গল্প; নাম ‘তালাশ’। মুক্তি পাবে আগামী শুক্রবার (১৭ জুন)। এই সিনেমায় বুবলীর নায়ক আদর আজাদ, এটি তাঁর প্রথম সিনেমা।