টাঙ্গাইলের মির্জাপুরে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শনিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার ধুল্যা মুনসুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, ঢাকাগামী বালুভর্তি ট্রাককে পেছন থেকে বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় বাসের পেছনে থাকা অপর যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিনযাত্রীর মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বাসের ভেতরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন গাড়িই দুমড়েমুচড়ে গেছে।