শিরোনাম

6/recent/ticker-posts

পূর্ণিমার বিয়েতে মন ভেঙেছে নায়ক বাপ্পীর!


দুই মাস আগেই নতুন সংসার শুরু করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। যদিও খবরটি প্রকাশ করেছেন গতকাল। তার নতুন স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। বছর চারেকের পরিচয়-সম্পর্ককে পরিণতি দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।

পূর্ণিমা ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন। লাখো তরুণের স্বপ্নের নায়িকা তিনি। তাই তার বিয়েতে পুরুষ ভক্তদের মন খারাপ। সেই তালিকায় আছেন একজন চিত্রনায়কও। তার নাম বাপ্পী চৌধুরী।

পূর্ণিমার বিয়ের ছবি পোস্ট করে বাপ্পী লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে/ এভাবে আমাকে একা ফেলে/ স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি/ একা কেঁদে কেঁদে ক্লান্ত আমি/ প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না/ একবার বলে যাও, কেন আমার হলে না। এরপরই বিরহের ইমো দিয়ে লিখেছেন, ‘তবুও কনগ্রেচুলেশন।’

এর আগে পূর্ণিমার জন্মদিনে তাকে উইশ করেছিলেন বাপ্পী। বলেছিলেন, ‘আপনি আমার ক্রাশ। এজন্য এখনও বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি। শুভ জন্মদিন পূর্ণিমা আপু।’