শিরোনাম

6/recent/ticker-posts

অর্ডার করা মোবাইল আনতে গিয়ে ছিনতাইয়ের শিকার


অনলাইনে অর্ডার করে দামি মোবাইল কম দামে কিনতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন কলেজ শিক্ষার্থী মাহফুজুর জয়। তিনি ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে আব্দুলাহপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের জখম রয়েছে।

আহতের চাচাতো ভাই লুৎফুল্লাহ হিল মজিদ বলেন, অনলাইনে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রির বিজ্ঞাপন দেখে, সেখানে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। মোবাইলটির মূল্য ছিল সাড়ে ৬ হাজার টাকা। যদিও এর বাজারদর ২৮ থেকে ৩০ হাজার টাকা।