কোরবানির ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে।


শনিবার (২ জুলাই) সকালে কমলাপুরে এমন চিত্র দেখা যায়।

টিকিট নামের সোনার হরিণ দেখতে কেউ এসেছেন আগেরদিন দুপুরে, কেউ বিকেলে কেউ বা সন্ধ্যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যারা টিকেট পেয়েছে তারা তো খুশি। কিন্তু যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবাই টিকেট পাবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

নিয়ম অনুযায়ী, অর্ধেক টিকেট অনলাইনে ও বাকি অর্ধেক টিকেট স্টেশনের কাউন্টার থেকে দেয়ার কথা থাকলেও অনলাইনে টিকেট না পাওয়ার অভিযোগ রয়েছে। আছে টাকা কেটে নিলেও টিকেট না দেয়ার অভিযোগও।