ঈদের দিন এবং ঈদের আগে ও পরে তিনদিন করে মোট ৭ দিন এক জেলা থেকে আরেক জেলায় মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি রাইড শেয়ারিং ও করা যাবে না।

ড়ক পরিবহন সচিব এবিএম আমানুল্লাহ নূরী রোববার (৩ জুলাই) মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত জানিয়েছেন। রোববার সচিবালয়ে এবারের কোরবানির ঈদ যাত্রা নিয়ে হয় সভা। তাতে আসে এ সিদ্ধান্ত।

গেলো ঈদুল ফিতরে সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ ছিল মোটরসাইকেল। দুর্ঘটনায় মৃত্যুর ৪৮ শতাংশই হয়েছে মোটরসাইকেলে।