শিরোনাম

6/recent/ticker-posts

সড়ক দুর্ঘটনা যেন থামছেই না


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরের কোনাবাড়ি কড্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আ. সাত্তারের ছেলে রুহুল হোসেন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

অন্যদিকে, নোয়াখালীর হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ (৫৫) মারা গেছেন। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাতিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.মাহবুব মোর্শেদ লিটন তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

২১ জুলাই বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ছয় যাত্রী। একই দিনে গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমনে থাকা ১৪ জন নির্মাণ শ্রমিকের মধ্যে ৫ জনই ঘটনাস্থলে মারা যান। ২০ জুলাই বরিশালের বাকেরগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মারা যান পাঁচ জন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে প্রতিদিনই। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, ৫ থেকে ১৬ জুলাই ২৭৪টি সড়ক দুর্ঘটনায় মোট ৩১১ জন নিহত এবং ১ হাজার ১৯৭ জন আহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে সংখ্যাগুলো আরও বেশি। গেল এক সপ্তাহেই সড়কে ঝরেছে পঞ্চাশেরও বেশি প্রাণ।