এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগা ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারের বিষয়ে ব্রিফিংকালে ঝুঁকির কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
তিনি বলেন, আগুন লাগা ভবনের আশপাশের অনেক ভবনেই কারখানা গড়ে উঠেছে, এসব খুবই ঝুঁকিপূর্ণ। এসব ভবনে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।