ভারতীয়  ফুটবল ফেডারেশনের সদস্যপদ স্থগিত করেছে ফিফা। ফিফার কাউন্সিল ব্যুরো এই সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় পক্ষের অযাচিত প্রভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফিফা আইনের লঙ্ঘন।খবর এনডিটিভির।

এর ফলে ১১ থেকে ৩০ অক্টোবর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপ আর আয়োজন করতে পারবে না ভারত। সেই সাথে কোনো আন্তর্জাতিক ম্যাচেও অংশ নিতে পারবে না দেশটি।

এর আগে এ বিষয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। সেই গুঞ্জন সত্য প্রমাণ করে ভারতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। কয়েক মাস আগেই ফেডারেশনের নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করেছিল ভারতের হাইকোর্ট। আর এ বিষয়টি ভালোভাবে নেয়নি ফিফা।