চট্টগ্রামের পটিয়ায় সন্তানের গুলিতে মা নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিজ সন্তানের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ছেলে মাইনুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

আটক মাইনুল ইসলাম জাতীয় পার্টির সদ্যঃপ্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে।

তিনি মাত্র এক মাস আগে মারা যান। মৃত্যুর পর তার সম্পদ নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরেই গত ১৬ আগস্ট দুপুরে মাকে গুলি করেন মাইনুল। আহত মাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মা হত্যার অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মেয়ে।

মাইনুলের অভিযোগ ছিল, তাকে সম্পদ থেকে বঞ্চিত করে মা অস্ট্রেলিয়া যাচ্ছেন এবং সেই সম্পদ অন্য সন্তানদের দিচ্ছেন। এ নিয়ে মা-ছেলের মধ্যে ঝগড়া হতো। গত ১৬ আগস্ট জেসমিন তার মেয়েকে নিয়ে ব্যাংকে যান। এ নিয়ে দুপুরে সন্তানের সঙ্গে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মাকে গুলি করেন মাইনুল।