সোনালির মৃত্যুর নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গোয়া পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে ধর্ষণ ও মৃত্যুর পর মৃত সোনালিকে নিয়ে পার্টি করা হয়েছিল।
২২ আগস্ট গোয়া সফরে গিয়ে আচমকাই মৃত্যুবরণ করেন বিজেপি নেত্রী তথা সাবেক বিগ বস তারকা সোনালি ফোগাট। বিষয়টি অস্বাভাবিক মনে হলে বুধবার ফোগাটের ভাই রিংকু দাবি করেন, অভিনেত্রী সোনালিকে তার দুই সহকর্মী খুন করেছে।
সোনালীর পরিবারের সদস্যরা আরও জানান, তিন বছর আগেও সোনালি নাকি তার এক সহযোগীর দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন সোনালী। তখন হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছিল তাকে।
প্রাথমিকভাবে গণমাধ্যমে বলা হয়েছিল, গোয়া সফরে গিয়ে আকস্মিক হৃদ্ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। কিন্তু ময়নাতদন্তের পর তার শরীরজুড়ে ক্ষতচিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, ভোঁতা কিছু দিয়ে আঘাত করা হয়েছিল তাকে।