রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে নিখোঁজ কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হন ইয়াশা মৃধা সুকন্যা।বাড়ি না ফেরার জন্য মাকে দোষারোপ করে সুকন্যা বলেন, ‘আমি পরিবারে ফিরতে চাই না। আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করে। তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন।’
সুকন্যা বলেন, ‘বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।’
সন্তানের অভিযোগ নিয়ে মায়ের সাথে কথা হয়। কিছু অসংজ্ঞতি থাকলেও স্মৃতিচারণ করে উত্তর দেন নানাভাবে। শ্লীলতাহানীর চেষ্টা, বিয়ে আর মারধেরের আদ্যপান্ত জানার চেষ্টা চলে দীর্ঘক্ষণ।
এসব কিছু না জানা ইয়াশার প্রবাসী বাবার চাওয়া, ফিরে আসুক একমাত্র সন্তান।