ক্রেন দিয়ে তোলা হচ্ছিল বিদ্যুতের খুঁটি। তার পাশ দিয়ে বিপরীতমুখী দুটি বাস যাওয়ার কথা ছিল। এ সময় একটি বাসকে জায়গা দিতে গিয়ে অপর বাসটি চলে আসে ক্রেনের কাছাকাছি। হারায় নিয়ন্ত্রণ। পরে ধাক্কা দেয় ক্রেনকে। আর তখনই ক্রেন থেকে বিদ্যুতের খুঁটি চলন্ত বাস ছেদ করে ঢুকে পড়ে ভেতরে। এতে আহত হন অন্তত ১৫ জন। অন্য বাসটিও ধাক্কা খায় গাছের সঙ্গে। তাতে আহত হয় পাঁচজন। পরে আহতদের হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস গণমাধ্যমকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে।