চীনের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে সোমবারের ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ জনের বেশিতে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয়রা জানান, মোবাইল বার্তায় ভূমিকম্পের সতর্কবার্তা পেয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকে মানুষ। এরই মধ্যে ভূমিকম্প আঘাত হানলে অনেকে ভয়ে কাঁদতে থাকেন। ভূমিকম্পে স্থানীয় ইয়ান শহরে ১৭ জন এবং পাশের গাঞ্জি এলাকায় আরো ২৯ জনের মৃত্যু হয়। আরও হতাহতের শঙ্কা রয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। নিখোঁজ রয়েছেন অনেকে।