কুমিল্লার তিতাসে এসএসসি পরীক্ষার কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার মজিদপুর ইউনিয়নের চর মোহনপুর এলাকার সবুজ মিয়ার ছেলে মো. সিয়াম (১৭)।

জানা গেছে, পরীক্ষার কেন্দ্রর সামনে থেকে আহত সিয়ামকে উদ্ধার করে স্হায়ীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। পরে সিয়ামকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পর অবস্থা খারাপ দেখে আবারও ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানে সিয়ামের মৃত্যু হয়।