এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারার পর দুবাইয়ে দাসুন শানাকার লঙ্কায় পুড়েছে ভারত, দেখেছে ৬ উইকেটের বড় হার।
অবশ্য সমীকরণের কাটাকুটিতে এখনও বেঁচে আছে ক্ষীণ সম্ভাবনা।ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বেশ আক্ষেপ করে বলেন, নিজেদের ভুলের মাশুল দিতে হলো হেরে। তিনি মনে করেন আর ১০ থেকে ১৫টা রান বেশি করলে ফলাফলটা হতো অন্যরকম।
‘এটাই সত্য, আমরা আমাদের ভুলের মাশুল দিলাম। আমরা আমাদের স্কোরটা আরও বড় করতে পারতাম। অন্তত ১০ থেকে ১৫ রান কম করেছি।’
রোহিত আউট হবার পর ভারতের মিডল অর্ডার ব্যাটারদের ধ্বস নামে। একের পর এক উইকেট দিয়ে আসে লঙ্কান বোলারদের। তবে একই জায়গায় দারুণ দৃঢ়তা দেখায় লঙ্কান ব্যাটাররা।