খুলনার দৌলতপুর থেকে নিখোঁজ হওয়া রহিমা বেগমকে ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দৌলতপুরের বণিকপাড়া থেকে থেকে ২৯ দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন।
শনিবার দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে তাকে উদ্ধার করে রাত ২টার পর তাকে খুলনার দৌলতপুর থানায় আনা হয়। রহিমা বেগমের সঙ্গে কুদ্দুসের বাড়ির তিন জনকে নিয়ে এসেছে পুলিশ।
রহিমা বেগমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাকে পিবিআইতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
নিখোঁজের ঘটনায় রহিমা বেগমের সন্তানদের মামলায় ৬ জনকে আটক করে পুলিশ। তবে আটকৃতদের পরিবারের সদস্যদের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপন করেছিলেন রহিমা বেগম। বিষয়টি জানতেন তার মেয়ে মরিয়ম মান্নানসহ পরিবারের সদস্যরা।