তবে  সব সমালোচনা পাশ কাটিয়ে একসঙ্গে শুটিং করতে যাচ্ছেন শাকিব খান ও বুবলী।

জানা গেছে, ১ অক্টোবর থেকে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির গানের শুটিং করবেন শাকিব-বুবলী। যে ছবির শুটিং আগেই শেষ হয়েছিল, বাকি ছিল শুধু গানের কাজ।

এদিকে, বুবলী নিজে তার ফ্যান পেজে শুটিংয়ে ফেরার বিষয়টি জানিয়ে একটি ছবি পোস্ট দিয়ে জানিয়েছেন, তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির প্রস্তুতি নিচ্ছেন।