রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাতে গুরুতর আহত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।
স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকেই আহত হয়েছেন এ সময়। এরমধ্যে সেলিমা রহমান ও মোয়াজ্জেম হোসেন আলাল ওষুধের দোকান থেকে চিকিৎসা নিয়ে বাসায় পৌঁছেছেন। আর তাবিথ আউয়ালকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।