রাজধানীর  মিরপুরে একাধিক ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, সকালে মূল সড়কে চলে আসায় দুটি ব্যাটারিচালিত রিকশা আটকের পর চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালান। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ভাঙচুর করে।

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন বলেন,‘দুটি রিকশা জব্দের পর ব্যাটারিচালিত রিকশার চালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় করে ইটপাটকেল নিয়ে আসেন। তাঁরা ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’