আর্জেন্টিনা  আছে মহা দুশ্চিন্তায়। সৌদি আরবের কাছে হেরে যাওয়ার পর থেকেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কার মধ্যে রয়েছে লে আলবিসেলেস্তেরা।

যার কারণে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য প্রত্যেকটি ম্যাচই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। যদিও শেষ ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা

তবুও নকআউটের টিকিট পেতে হলে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে। ড্র করলেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে মেসিদের সামনে। তবে তখন অনেক হিসাব নিকাশের খপ্পড়ে পড়তে হবে আর্জেন্টিনাকে।

এমন ডু অর ডাই ম্যাচের ফলাফল যা ইচ্ছা হতে পারে। তাই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির আশা, এবারের বিশ্বকাপ থেকে যদি আর্জেন্টিনা ছিটকেই যায়, তাহলে ব্রাজিল যেন বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়।