টি -টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ টু’র খেলায় বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যাডিলেডে বাংলাদেশে সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে ম্যাচের আগেরদিন অনুশীলন করেনি টাইগার’রা। শেষ চার নিশ্চিত করতে হলে বাকি দুই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের সামনে তিন ম্যাচ শেষে রয়েছে সেমিফাইনালে ওঠার হাতছানি। তবে তার জন্য ভারত কিংবা পাকিস্তানের মতো দলকে হারাতে হবে টাইগারদের। কাগজে-কলমে যা খানিকটা অতি কল্পনাই বটে। তবে এই বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে। বাংলাদেশের অধিনায়কও তাই সেই অঘটনের আশায় রয়েছেন।
দু’দলের সমান ৪ পয়েন্ট থাকলেও টাইগারদের থেকে রানরেটে এগিয়ে আছে রোহিত শর্মার দল। দক্ষিণ আফ্রিকার সাথে হেরে শীর্ষস্থান থেকে নিচে নেমে যায় তারা। তাই সেমির পথ মসৃণ করতে হলে জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনেও। তবে অ্যাডিলেডে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভাসিয়ে দিতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনা।