রাজধানীতে যাত্রাবাড়ীগামী ভিক্টর পরিবহনের ধাক্কায় নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রী মারা গেছেন। রোববার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভাটারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নাদিয়া (২৪)।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিনি বলেন, নাদিয়া তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় যাত্রীবাহী বাস ভিক্টর পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। তবে মোটরসাইকেলের চালক তার বন্ধু অক্ষত আছেন।