▎ভালোবাসা দিবসে প্রেমিক-প্রেমিকারা একে অপরের কাছে বিভিন্ন আবদার করে থাকে। সেটি পূরণ না করলে চলে মান-অভিমানের পালা। তবে এ দিবসে ভারতের পশ্চিমবঙ্গে ঘটছে ভিন্ন ঘটনা। ১৫ হাজার টাকার জন্য স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছেন স্ত্রী।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস্ ডে উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা চান পশ্চিম অজিতের স্ত্রী মামনি। বারবার চাওয়া সত্ত্বেও সেই টাকা না পাওয়ায় কাচের গ্লাস ছুড়ে আজ মঙ্গলবার স্বামীর মাথা ফাটিয়ে দেন স্ত্রী।
অভিযোগে অজিত উল্লেখ করেছেন, এই ঘটনার সঙ্গে বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত। অভিযোগে অজিত আরও জানান, বিয়ের পর থেকে স্ত্রী প্রায়ই তাকে মারধর করেন। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা