ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,পরবর্তী প্রজন্মের কাছে এলাকার কৃতি সন্তানদের স্মরনে রাখার জন্য উন্নয়নমূলক কর্মকান্ডে তাদের নামে নামকরন করা উচিৎ। কারন পরবর্তী প্রজন্মের লোকজন জানতে পারবেন গুনী জনেরা কি অবদান রেখে গেছেন। শুক্রবার বিকালে উপজেলার চুমুরদী ও ঘারুয়া ইউনিয়নের সংযোগ রক্ষাকারী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কুমার নদীর উপর নবনির্মিত বাবলাতলা-গঙ্গাধরদী এ.আর.ভ’ইয়া সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে গঙ্গাধরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভা গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।