
তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে তদারকি না থাকার প্রভাব।
দুদিন পরই রোজা শুরু। তাই অন্য সময় চিড়া, মুড়ি, গুড়ের দোকানে ভিড় না থাকলেও এখন বেড়েছে। এক থেকে দেড় মাস আগে প্রতি কেজি আখের গুড় বিক্রি হতো ১০০ টাকা কেজিতে, এখন তা ১৫০ টাকা। খেজুরের গুড় বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
রোজার সপ্তাহ বাকি থাকতেই খরচের হিসাবের লাগাম টানা আরেকটু কঠিন হয়ে পড়েছে। হিমশিম অবস্থা নিন্ম ও মধ্যবিত্তদের। এই সপ্তাহেও মুরগির দামে স্বস্তি মেলেনি। ব্রয়লার ২৬০ আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়।