পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকটা সময় পার হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। রাজধানীর বিপণিবিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের ভিড়।

সাপ্তাহিক ছুটির দিন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় নিউমার্কেটসহ রাজধানীর বিপণিবিতানগুলোতে। বেড়েছে বেচাবিক্রিও।

ঈদের বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ; এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। সাপ্তাহিক ছুটির দিনে তাই পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।