সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃ্ত্যু হলো ৩৬৪ জনের।

বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই ১২ জনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৫৯ জন। যা চলতি বছর একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে আর পাঁচজনের ঢাকার বাইরে। এ প্রতিবেদনে ঢাকা ও সাভারের চারটি হাসপাতালের প্রতিবেদন যুক্ত করা যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি বছর সারা দেশে ৭৮ হাজার ২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন।