চট্টগ্রামে রিমঝিম দাশগুপ্ত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে নগরীর সদরঘাট থানাধীন পোস্ট অফিস গলি এলাকায় ওই ঘটনা ঘটে। বাসার ডাইনিং রুমের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল রিমঝিমের, কিন্তু দুদিন আগে কলেজ থেকে প্রবেশপত্র নিয়ে ফেরার পথে রিকশা থেকে পড়ে যান তিনি। সে সময় হারিয়ে যায় প্রবেশপত্র। মা-বাবার ভয়ে বিষয়টি শুরুতে গোপন রাখেন রিমঝিম।

ডাইনিং টেবিলে পাওয়া যায় রিমঝিমের হাতে লেখা একটি চিরকুট। এতে রিমঝিম লিখেন, ‘মা ও বাবা, তোমরা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছো, কিন্তু আমি তোমাদের সম্মান রাখতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দিও।’ চিরকুটে প্রবেশপত্র হারানোর কারণে যে তার এ সিদ্ধান্ত, তা স্পষ্ট করে লিখেন তিনি।