শিরোনাম

6/recent/ticker-posts

(কুবি) বঙ্গবন্ধু কাপে কোয়াটার ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগ


কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চলমান দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে অর্থনীতি বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে কোয়াটার ফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগ।

বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়। নির্ধারিত সময়ে মধ্যে কোনো দলই গোল করতে পারেনি। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গেলে প্রথম পাঁচটি শটের দুইটি করে উভয় দল জালে জড়িয়ে সমান ব্যবধান করে। অতিরিক্ত ছয় ও সাত নাম্বার কিক থেকে প্রত্নতত্ত্ব বিভাগ বল জালে জড়িয়ে মোট চারটি গোল করে। অপরদিকে অর্থনীতি বিভাগ ছয় নাম্বার কিক জালে জড়াতে ব্যর্থ হলে প্রত্নতত্ত্ব বিভাগ এক গোল বেশি করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

খেলা চলাকালীন সময়ে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিক্যাল সেন্টারের সদস্যরা।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।